#প্রাইমারি_প্রস্তুতি
১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — চাই সি
২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — কাজুহিরো ওয়াতানাবে
৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — ফকরুল আলম
আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি
৪ ।বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ >> ১৭.৯২%(আপডেট তথ্য)
৫। ‘চোখ যে মনে কথা বলে ‘ গানটির গায়ক কে?
— খোন্দকার নুরুল আলম
৬। বাংলাদেশ থেকে কোন দেশে সর্বাধিক জনশক্তি রপ্... more#প্রাইমারি_প্রস্তুতি
১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — চাই সি
২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — কাজুহিরো ওয়াতানাবে
৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — ফকরুল আলম
আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি
৪ ।বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ >> ১৭.৯২%(আপডেট তথ্য)
৫। ‘চোখ যে মনে কথা বলে ‘ গানটির গায়ক কে?
— খোন্দকার নুরুল আলম
৬। বাংলাদেশ থেকে কোন দেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করা হয় ?
– ওমান । কাতার ( ২য়)
৬। সবজি চাষে বিশ্বে বাংলাদেশ কততম?
– ৩য়
৭। রেণু ও পোনা উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
– যশোর
৮। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি?
– রুপপুর পারমানবিক প্রকল্প
৯। সুরের রাজধানী ও সংস্কৃতির রাজধানী নামে পরিচিত বাংলাদেশের কোন জেলা ?
– ব্রাহ্মণবাড়িয়া
১০। বাংলা সঙ্গীতের পঞ্চপাণ্ডব /পঞ্চভাস্কর বলে খ্যাত কারা ?
– ১. রবী, ২.নজরুল ৩. রজনীকান্ত ৪. দ্বিজেন্দ্রলাল ৫.অতুল প্রসাদ
১১. বাংলাদেশের সংরক্ষিত এলাকা কয়টি?
– ৩৮টি
১২। বাংলাদেশে ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
– ময়মনসিংহ ( দেশের মোট ধান উৎপাদনের ১০.৫%)
১৩। বাংলাদেশে গম উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
-ফরিদপুর (দেশের মোট গম উৎপাদনের ১৪.৩৭%)
১৪। ২০১৬সালে উইজডেন ইন্ডিয়ার অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হন কে?
– বাংলাদেশের মাশরাফি বিন মোর্তজা।
১৫। ময়ুরপঙ্খী , মেঘদূত কি?
– বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ
১৬।বাংলাদেশের প্রথম নারী বন্যবিদ কে?
– ড. নূরজাহান সরকার ।
১৭। স্বাধীনতা ও প্রত্যয় কি?
– নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ জাহাজ
১৮। বাংলাদেশে মোট জমির পরিমাণ কত?
– ১,৪৫,৭৭, ৭৭১ হেক্টর
১৯। বাংলাদেশে কৃষির জমির পরিমাণ কত?
– ১,২১,৭৬,৯০৪হেক্টর(৮৩.৫৩%)
২০. বাংলাদেশে ফসলি বা আবাদযোগ্য জমির পরিমাণ কত?
– ৮৭,৫১, ৯৩৭ হেক্টর(৬৪.০৪%)
২১.বাংলাদেশ অকৃষি জমির পরিমাণ কত?
-২৪, ০০, ৮৬৭ হেক্টর (১৬.৪৭%)
২২.বাংলাদেশে বিমান বাহিনীর নতুন পদবি কি?
– এয়ার চিপ মার্শাল
২৩.বাংলাদেশে নৌ বাহিনীর নতুন পদবি কি?
-এডমিরাল
২৪.বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
-অ্যালিসন ব্লেইক
২৫.বাংলাদেশে বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
– ৮৯টি।