একবিংশ শতাব্দীতে পূর্ণ হল বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ৫০ বছর তথা সূবর্ণ জয়ন্তী। কি পেল বাঙ্গালী তার করুণ, শোকাবহ, লোমহর্ষক, ত্যাগের মহিমায় উজ্জ্বল ও বীরত্বপূর্ণ অর্জন সেই স্বাধীনতায়? হ্যাঁ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা যেমন অর্জিত হয়েছে। তেমনি আরোও সফলতার ও হাজারো প্রাপ্তিতে সমৃদ্ধ হয়েছে আজ আমাদের এই সোনার বাংলা। আমরা হারিয়েছি আমাদের স্বাধীনতার প্রান পূরুষ, জাতীর জনক বঙ্গবন্ধু কে। কিন্তু আমরা পেয়েছি তারই সেই স্বপ... more
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও সফলতা
একবিংশ শতাব্দীতে পূর্ণ হল বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ৫০ বছর তথা সূবর্ণ জয়ন্তী। কি পেল বাঙ্গালী তার করুণ, শোকাবহ, লোমহর্ষক, ত্যাগের মহিমায় উজ্জ্বল ও বীরত্বপূর্ণ অর্জন সেই স্বাধীনতায়? হ্যাঁ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা যেমন অর্জিত হয়েছে। তেমনি আরোও সফলতার ও হাজারো প্রাপ্তিতে সমৃদ্ধ হয়েছে আজ আমাদের এই সোনার বাংলা। আমরা হারিয়েছি আমাদের স্বাধীনতার প্রান পূরুষ, জাতীর জনক বঙ্গবন্ধু কে। কিন্তু আমরা পেয়েছি তারই সেই স্বপ্নে দেখা বাংলাকে। যে দেশটিতে অভাবে জর্জরিত ছিল, সে আজ অর্জন করেছে খাদ্যে সয়ংসম্পূর্ণতা।
বিশ্বকে তাক লাগিয়ে দেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যায়ে দেশের প্রথম বৃহৎ এবং বিশ্বের এগারোতম দীর্ঘ পদ্মা সেতুপদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য খাতের পাশাপাশি ব্যপক উন্নতি ঘটেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে। দেশে আজ প্রতিটি খাতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ব্যবহার করছি আইসিটি। শিক্ষা খাতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা আজ আইসিটি ব্যবহার করে পড়া-লেখা চালিয়ে যেতে পারছে। ডিজিটাল ব্যংকিং ব্যবস্থার পাশাপাশি প্রায় সব অফিস আজ পেপারলেস। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও হাইটেক আইটি পার্ক বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সন্মানের শিখরে।
বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি আমরা। অচিরেই উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে আমাদের এই দেশটি।